Cvoice24.com


জল্পনা-কল্পনা শেষে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

প্রকাশিত: ১৫:৪৪, ১২ ডিসেম্বর ২০১৯
জল্পনা-কল্পনা শেষে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

ছবি: সিভয়েস

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে। তারমধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ, বিএনপির আবু সুফিয়ান ও জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু মনোনয়ন জমা দিয়েছে। তবে বিএনপি থেকে সদ্য পদত্যাগী এম মোরশেদ খান ঘোষণা দিয়েও মনোনয়ন পত্র জমা দেননি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নগরীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় লাভ লেইনে মোছলেম উদ্দিন আহমেদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে। তবে এরআগে বিএনপির আবু সুফিয়ানসহ ২ জন প্রার্থী বুধবার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়া ৮ প্রার্থী হলেন- আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমেদ, বিএনপির আবু সুফিয়ান, জাতীয় পার্টির জিয়া উদ্দিন আহমেদ বাবলু, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আবুল কালাম আজাদ, ন্যাপের বাপন দাশ গুপ্ত, গণফোরামের উত্তম কুমার চৌধুরী, ইসলামিক ফ্রন্টের এস. এম. ফরিদ উদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান, ‘আমরা ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র পেয়েছি শেষ দিনে। ২ জন প্রার্থী এর আগে মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই হবে ১৫ ডিসেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে প্রত্যাহারের সময় শেষে ২২ ডিসেম্বর।

-সিভয়েস/টিবি/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়