Cvoice24.com


১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৫:৪০, ১২ ডিসেম্বর ২০১৯
১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের লাখ টাকা জরিমানা

ফাইল ছবি।

পরিবেশগত ছাড়পত্র নবায়ন বিহীন, ছাড়পত্রের শর্তভঙ্গ ও পাহাড় কর্তনের অপরাধে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১১ ডিসেম্বর) শুনানির মাধ্যমে এ জরিমানা ধার্য্য করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন।

ছাড়পত্রে শর্তভঙ্গ করায় অভিযুক্ত নােয়াখালীর গ্লোব বিস্কুট এন্ড ডেনরী মিল্ক লিমিটেডকে ১ লক্ষ টাকা, ফেনীর স্টার লাইন অটো রাইস ফুডস এন্ড বেভারেজকে ১ লক্ষ টাকা, ব্রাহ্মণবাড়ীয়ার প্রিসিশন এনার্জি লিমিটেডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, ছাড়পত্র নবায়ন বিহীন থাকায় অভিযুক্ত ফেনীর মেসার্স দেশ ব্রিক্স ম্যান’কে ২ লক্ষ টাকা, ফেনীর মেসার্স সততা ব্রিক্স ম্যানুকে ২ লক্ষ টাকা, কক্সবাজার টেকনাফের মেসার্স ফোর স্টার ব্রিক্সকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছাড়পত্র বিহীন অভিযুক্ত ফেনী সদরের হােটেল বেস্ট ইনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও পাহাড় কর্তনের দায়ে অভিযুক্ত কক্সবাজার সদেরের আনােয়ার হােসেনকে ১ লক্ষ ২০ হাজার টাকা, বলু মিয়াকে ১০ হাজার টাকা, নাসির হােসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন বলেন, পরিবেশগত ছাড়পত্র নবায়ন বিহীন, ছাড়পত্রের শর্তভঙ্গ ও পাহাড় কর্তনের অপরাধে ৩ ব্যক্তি ও ৭টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন তিনি। 

-সিভয়েস/টিবি/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়