Cvoice24.com


হাটহাজারীতে ৫ শতাধিক তাল গাছের চারা রোপণ

প্রকাশিত: ১৫:৩৬, ১১ ডিসেম্বর ২০১৯
হাটহাজারীতে ৫ শতাধিক তাল গাছের চারা রোপণ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ও বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় হাটহাজারীতে ৫ শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে গুমানমর্দ্দন ইউনিয়নের বিভিন্ন সড়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টি. আর, কাবিখা কর্মসূচীর আওতায় এসব গাছের চারা রোপণ করা হয়।

এ উপলক্ষে গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুহুল আমিন।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পরিষদের সদস্যবৃন্দ, সচিব মোহাম্মদ তৈয়্যব এলাকার জনসাধারণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, তালগাছ সাধারণত বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করাসহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। অথচ কালের বির্বতনে বাংলাদেশে তাল গাছগুলো হারিয়ে যাচ্ছে। ফলে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, প্রভাব পড়ছে জলবায়ুতে এবং দেশে প্রতিনিয়ত বজ্রপাতের আঘাতে অকালে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। 

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়