Cvoice24.com


যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সাটিতে বন্ধুকধারীর গুলি, নিহত ৬

প্রকাশিত: ০৬:২৭, ১১ ডিসেম্বর ২০১৯
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সাটিতে বন্ধুকধারীর গুলি, নিহত ৬

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে বন্ধুকধারীর গুলিতে পুলিশসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই পুলিশ অফিসার। স্থানীয় সময় দুপুর ১২টার পর বন্দুকধারীরা একটি সুপারমার্কেটে আশ্রয় নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। তারা মূলত একটি দোকানের ভেতর থেকে বন্দুকধারীরা গুলি চালায়।

পুলিশ জানিয়েছে হামলাকারীরা 'ভারী অস্ত্রশস্ত্র' বহন করছিল এবং বন্দুকযুদ্ধের সময় তারা পুলিশের দিকে 'শত শত রাউন্ড' গুলি ছোঁড়ে। এ ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ। এ ঘটনাকে সন্ত্রাসি হামলা হিসেবে মনে করছে না কর্তৃপক্ষ। পুলিশের গুলিতে অন্তত দুজন হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে।

গোলাগুলির খবর পেয়ে সোয়াটসহ বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা ঐ এলাকাটি ঘিরে ফেলে। হামলাকারীদের সাথে গোলাগুলিতে দোকানের ভেতরে অন্তত পাঁচজন নিহত হয়।

দোকানের ভেতরে থাকা গোলাগুলিতে আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং হামলাকারীদের ব্যবহার করা গাড়িটি বোমা বিশেষজ্ঞ দল তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত পুলিশ অফিসার জোসেফ সিলস নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি। সন্দেহভাজন হামলাকারীদের দিকে অগ্রসর হলে পুলিশ অফিসার জোসেফ সিলস মারা যান বলে ধারণা করা হচ্ছে।

-সিভয়েস/এসসি

 

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়