Cvoice24.com


চুনতি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব আগামী ২৭ ডিসেম্বর

প্রকাশিত: ১৩:০৪, ১০ ডিসেম্বর ২০১৯
চুনতি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব আগামী ২৭ ডিসেম্বর

চুনতি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব-২০১৯ আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দিনব্যপী এই অনুষ্ঠান উপলক্ষে চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সকল ব্যাচ প্রতিনিধি ও প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির কার্যকরী পরিষদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দনপুরার অগ্রণী মাধ্যমিক বিদ্যালয় কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত সভা শুরু হয়। 

এরশাদুল হকের সঞ্চালনায় ও মুহাম্মদ ইসমাইল মানিকের সভাপতিত্বে চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির হীরক জয়ন্তী উদ্যাপন পরিষদের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুল ইসলাম। 

সবার উপস্থিতিতে সভার আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চুনতি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল। 

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন হাবীব খান, জাবেদ আব্বাস সিদ্দিকী, কামাল উদ্দিন, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, আবু তাহের, ইসহাক মুকুট, নাজেম উদ্দিন সিদ্দিকী, সমীর উদ্দিন, নুরুন্নবী কবির, নুর মোহাম্মদ ইয়াসিন কবির, সাইফুর রহমান, ইমতিয়াজ আহমেদ, ইমতিয়াজ হোসাইন টিটু প্রমুখ। 

হীরক জয়ন্তী উৎসব-২০১৯ এর আলোচনায় প্রচারণা, দাওয়াত, নতুন নিবন্ধনের সুযোগ, প্যান্ডেল ও আপ্যায়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয়াদী উঠে আসে। সর্বমোট ২৭টি ব্যাচের প্রতিনিধিবৃন্দের উপস্থিতির মাধ্যমে উক্ত আলোচনা সভা সম্পন্ন হয়।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠানে সকল ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। -প্রেস বিজ্ঞপ্তি

-সিভয়েস/এমএম

সিভয়েস ডেস্ক 

সর্বশেষ

পাঠকপ্রিয়