Cvoice24.com


মোবাইল কোর্ট যাওয়ার পর যে লাউ সে কদু

প্রকাশিত: ০৯:২৬, ১০ ডিসেম্বর ২০১৯
মোবাইল কোর্ট যাওয়ার পর যে লাউ সে কদু

ছবি : সিভয়েস

হাটহাজারীতে সরকারি জায়গার উপর ভাসমান দোকানসহ মালিকানা দোকানের সামনের দিকে প্রসারিত দখলীয় অংশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২০ শতক জায়গা উদ্ধার করে পৌর প্রশাসক। তবে পথচারীরা বলছে, মোবাইল কোর্টের কার্যক্রম যথক্ষণ থাকে ততক্ষণ। মোবাইল কোর্ট চলে গেলে আবার যে লাউ সে কদু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুহুল আমিন অভিযানের নেতৃত্বে ছিলেন।

জানা গেছে, জনবহুল সড়কটির ফুটপাত দীর্ঘদিন ধরে এক শ্রেনির ব্যবসায়ীরা দখলে রেখেছিল। যার ফলে চলাচলকারী স্কুল কলেজের শিক্ষার্থীসহ জনসাধারণ ঝুঁকি নিয়ে যান চলাচলের সড়ক দিয়ে যাতায়াত করত। যার ফলে যানজট নিরসনে হিমশিমে পড়তে হতো ট্রাফিকদের। মোবাইল কোর্ট চলাকালে পৌর প্রশাসককে ধন্যবাদ জানিয়ে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান সাধারণ মানুষ।

অভিযান চলমান থাকবে জানিয়ে রুহুল আমিন বলেন, ৪৮ঘন্টা আগে ব্যবসায়ী নেতারা দখলীয় জায়গা ছাড়ার অনুরোধ করলেও তারা চুল পরিমাণ সরেনি। অভিযান চলমান থাকবে। প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদের আরো সচেতন হওয়া উচিৎ।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পৌর প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন, পৌরসভা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহ আলম, কাচারী সড়ক বনিক সমিতির সভাপতি মোঃ রাশেদ, ব্যবসায়ী আলি আজম, মডেল থানার এএসআই জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

-সিভয়েস/এসসি

 

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়