Cvoice24.com


সম্মিলিত প্রচেষ্টায় এসডিজি অর্জন করতে হবে : মেয়র নাছির

প্রকাশিত: ০৭:২৭, ৮ ডিসেম্বর ২০১৯
সম্মিলিত প্রচেষ্টায় এসডিজি অর্জন করতে হবে  :  মেয়র নাছির

ছবি : সিভয়েস

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জন করতে হলে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশ সমূহকে সম্মিলিত কর্মকাণ্ডের মাধ্যমে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

রোববার (৮ ডিসেম্বর)  সকালে নগরীর একটি হোটেল অডিটোরিয়ামে সামাজিক সংগঠন বিবিআইএন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র একথা বলেন।

মেয়র বলেন, এসডিজি অর্জনে বাংলাদেশ সরকার দশটি লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে। এই দশটি লক্ষ্য মাত্রা অর্জনে সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ, ভারত,নেপাল, ভুটানের ৬০ জন পেশাজীবী স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। তাদের এই কাজ প্রজন্মের মাঝে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমার বিশ্বাস।

সংবর্ধনায় বাংলাদেশের ১২ জন, নেপালের ৩৭ জন, ভুটানের ২ জন এবং ভারতের ১ জন পেশাজীবিকে সংবর্ধনা দেয়া হয়।

সংগঠনের আহ্বায়ক আসিফুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে নেপালের এমপি অমিতাভ বিকে, স্থানীয় পৌর মেয়র কিরণ রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

-সিভয়েস/ইউডি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়