Cvoice24.com


লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৩:০৮, ৫ ডিসেম্বর ২০১৯
লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগাড়ার বড়হাতিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও শিশু খাদ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে দুইটি ফার্মেসি ও তিনটি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ওই এলাকার সেনেরহাট অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সেনেরহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মমতাজ ও হাফেজিয়া ফার্মেসীকে ৪ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য রাখার দায়ে স্থানীয় মুদির দোকান মিজান ষ্টোরকে ৪ হাজার টাকা, নুরুল কবির সওদাগরকে ২ হাজার টাকা এবং ইসমাঈল সওদাগরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, য়াদোত্তীর্ণ ওষুধ ও শিশু খাদ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে দুইটি ফার্মেসি ও তিনটি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিভয়েস/এএস

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়