Cvoice24.com


পেকুয়ায় সাবমেরিন নৌঘাঁটির জমি থেকে স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১২:০৮, ৫ ডিসেম্বর ২০১৯
পেকুয়ায় সাবমেরিন নৌঘাঁটির জমি থেকে স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের পেকুয়ায় নির্মাণাধীন সাবমেরিন নৌঘাঁটির জন্য অধিগ্রহণ করা জমি থেকে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিকি মারমার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালান। এসময় প্রায় ১০টি স্থাপনা উচ্ছেদ করেন।

এ উচ্ছেদ অভিযানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা বলেন, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাংলাদেশ সরকার কর্তৃক অধিগ্রহণকৃত ৪২২ একর জমিতে সাবমেরিন স্টেশন নির্মাণ শুরু হয়েছে। এ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকাও ইতিমধ্যে পরিশোধ করেছে সরকার। এসব জমির মধ্যে কালার পাড়া অংশে কিছু স্থাপনা রয়ে গিয়েছিল। স্থাপনা গুলোর মালিকদের বারবার নোটিশ করা হয়েছিল। কিন্তু তারা স্থাপনা সরাচ্ছিল না। এতে নৌঘাঁটি প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। তাই অভিযান পরিচালনা করে ৭টি বসতবাড়ি সহ মোট ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নৌঘাঁটি প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমিতে থাকা অপর স্থাপনা গুলোও উচ্ছেদ করা হবে।

সিভয়েস/এএস

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়