Cvoice24.com


তেলের মূল্যবৃদ্ধি : ইরানে গণবিক্ষোভ, ২ শতাধিক প্রাণহানি

প্রকাশিত: ০৬:৩৮, ৩ ডিসেম্বর ২০১৯
তেলের মূল্যবৃদ্ধি : ইরানে গণবিক্ষোভ, ২ শতাধিক প্রাণহানি

ছবি : সংগৃহীত

ইরানে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিক্ষোভে সরকারি বাহিনীর অভিযানে কমপক্ষে ২০৮ জন প্রাণ হারিয়েছে। 'উদ্বেগজনক' মৃত্যুর সংখ্যাটি 'বিশ্বাসযোগ্য প্রতিবেদনের ভিত্তিতে' পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা সম্ভবত এর থেকে বেশি হবে।

এ বিক্ষোভে প্রায় দুই লাখ ইরানি অংশ নিয়েছে বলে মনে করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। শত শত ব্যাংক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে।

তবে, ইরান দাবি করেছে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া তীব্র আন্দোলনে 'ভাড়াটে বিক্ষোভকারীরা' অংশ নিয়েছে।

অন্যদিকে, চলমান বিক্ষোভে নিহতের নির্দিষ্ট সংখ্যা করে জানায়নি ইরান। এর আগে অ্যামনেস্টি নিহতের যে সংখ্যা প্রকাশ করেছিল তাও প্রত্যাখ্যান করে তেহরান।

-সিভয়েস/এসসি

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়