Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


ব্যালন ডি’অর দ্বৈরথে রোনালদোকে ছাড়িয়ে মেসি

প্রকাশিত: ০৫:১১, ৩ ডিসেম্বর ২০১৯
ব্যালন ডি’অর দ্বৈরথে রোনালদোকে ছাড়িয়ে মেসি

ছবি : সংগৃহীত

বর্তমান ফুটবল বিশ্বের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৮ থেকে ২০১৭ সাল মোট ১০ টি ব্যালন ডি’অর সমান ভাগে ভাগ করে নিয়েছেন বিশ্ব ফুটবলের এই দুই শিল্পী। তবে ফ্রান্সের রাজধানী প্যারিসে সোমবার (২ ডিসেম্বর) ৬ষ্ঠ বারের মতো পুরস্কারটি  জিতে চিরপ্রতিদ্বন্দী রোনালদোকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন ক্ষুদে  জাদুকর মেসি।

প্যারিসে সন্ধ্যায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ। ফ্রান্স ফুটবল সাময়িকী ব্যালন ডি’অরের জন্য এর আগে ৩০জনের তালিকা তৈরি করেছিল। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পান মেসি, ফন ডাইক ও রোনালদো।

বিশ্বের ১৮০জন ফুটবল সংবাদকর্মী বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে ভোট দেন। এছাড়াও ভোট দেন অধিনায়ক ও কোচরা।

-সিভয়েস/এমআইএম/এসসি

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়