Cvoice24.com


অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিল চবি ছাত্রলীগ

প্রকাশিত: ১৫:৫৪, ১ ডিসেম্বর ২০১৯
অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিল চবি ছাত্রলীগ

ফাইল ছবি।

চবি ছাত্রলীগের দুই গ্রপের মুখোমুখি অবস্থানে থমথমে অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সিএফসি গ্রপের নেতা সুমন নাসির ও আব্দুল্লাহ আল রায়হান রাফিকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায় ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা। এরপরই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। হামলার প্রতিবাদে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও তার অনুসারী গ্রুপ সিএফসি ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানা গেছে।

 

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

তবে রেজাউল হক রুবেল সিভয়েসকে বলেন ভিন্ন কথা। তিনি বলেন, ’তাপস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা আমাদের দুই ছাত্রনেতার উপর হামলা চালিয়েছে। দোষীদের গ্রেফতারের জন্যে তাপস স্মৃতিপরিষদ প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।

গত ২৮ ও ২৯ নভেম্বর দুই দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। পুনরায় সংঘর্ষের সম্ভাবনা থাকায় ৩০ নভেম্বর সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে তল্লাশি চালায় পুলিশ। এসময় বেশকিছু দেশীয় অস্ত্র ও পাথর উদ্ধার করলেও কাউকে আটক করা যায়নি।

-সিভয়েস/জেআইএস/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়