Cvoice24.com


লামায় এক মাসে ৩ হাতির মৃত্যু !

প্রকাশিত: ১৬:০৯, ৩০ নভেম্বর ২০১৯
লামায় এক মাসে ৩ হাতির মৃত্যু !

ছবি : সিভয়েস

বান্দরবানের লামায় অসুস্থ হয়ে আরেকটি হাতি মারা গেছে। কয়েকদিন ধরে অসুস্থ ছিল হাতিটি। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী বড়ছন খোলার আগা নামক স্থানে হাতিটি মারা যায়।

শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে লামা বন বিভাগের লোকজন বঙ্গবন্ধু সাফারি পার্কের ভ্যাটেরিনারি সার্জন সাথে নিয়ে হাতিটির চিকিৎসা করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হাতিটি মারা গেলে পরে মাটি চাঁপা দেওয়া হয়।

স্থানীয়দের মতে, হাতিটি কয়েকদিন ধরে বড়ছন খোলার আগায় অসুস্থ অবস্থায় পড়ে থাকার পর শনিবার মৃত্যু হয়। চিকিৎসা না পাওয়ায় হাতিটি মারা যায় বলে জানিয়েছে এলাকাবাসী। গত এক মাসে এ নিয়ে ৩টি হাতির মৃত্যু হলো।

ফাঁসিয়াখালী ইউপি মেম্বার মো. আলমগীর চৌধুরী জানান, বড়ছন খোলার একটি বাগানে এই হাতিটি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে অবস্থান করে আসছে। শারীরিক দুর্বলতার কারণে সে নড়াচড়া করতে পারেনি।

লামা সদর রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন জানান, হাতির অসুস্থতার খবর পেয়ে ডুলাহাজারা সাফারি পার্কের ভ্যাটেরিনারি সার্জন এনে চিকিৎসা প্রদান করা হয়।

-সিভয়েস/এসসি

 

বান্দরবান প্রতিনিধি :

সর্বশেষ

পাঠকপ্রিয়