image

আজ, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ ,


পেঁয়াজের পথে হাঁটছে তেল ও এলাচের বাজার

পেঁয়াজের পথে হাঁটছে তেল ও এলাচের বাজার

ছবি : সংগৃহীত

সবাই যখন পেঁয়াজের বাজারের উত্তাপ নিয়ে সরগরম, সেখানে নিরবে দাম বাড়ছে ভোগ্য তেল আর এলাচের। গত সপ্তাহের তুলনায় প্রতি মন তেলে ৫০-১০০ টাকা আর এলাচের কেজিতে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে।

সোমবার (২৫ নভেম্বর) খাতুনগঞ্জে তেল ও মসলার বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। সেখানে পাম, সয়াবিন ও সুপার পাম প্রতি মন (৩৮ কেজির) যথাক্রমে বিক্রি হচ্ছে ২ হাজার ৫৫০ টাকা, ৩ হাজার ৫০ টাকা ও ২ হাজার ৭০০ টাকায়।

সে অনুযায়ী খুচরা বাজারে খোলা সয়াবিন তেল কেজিতে ৮৫-৮৮ টাকায় বিক্রি হলেও লিটারে ৯৫-১০৫ টাকায় বিক্রি image হচ্ছে। এছাড়া পাম তেল বিক্রি হচ্ছে ৭৬ টাকায়।

অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় মসলার মধ্যে পাইকারিতে গুয়েতমালার এলাচের সবচেয়ে বেশি দাম বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৭৫০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ৫ টাকা কমে ভারতীয় জি¦রার পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮৫ টাকায়। এছাড়া চিনা দারুচিনির বাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে, বিক্রি হচ্ছে ২৯৮ টাকায়।

সে অনুযায়ী খুচরা বাজারে প্রতি কেজি এলাচ ৩ হাজার ১০০ টাকা, দারুচিনি ৩৪০ টাকা ও জি¦রা ৩১০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।  
 
তেলের আমদানিকারকরা বলছেন, রপ্তানিকারক দেশগুলোতে প্রতিনিয়তই বুকিং বাড়ছে। ফলে চাহিদা বাড়লেও সে অনুযায়ী ফ্যাক্টরিগুলোতে মজুদ নেই। ফলে দাম বাড়ছে।

এ বিষয়ে আমান উল্লাহ নামের এক তেল ব্যবসায়ী সিভয়েসকে বলেন, দেশে সয়াবিনের তুলনায় পাম তেলের চাহিদা বেশি। আর সেটি শুধুমাত্র মালেশিয়া থেকে আমদানি করা হয়। প্রতিনিয়তই মালেশিয়ার মুদ্রার (রিঙ্গিত) দাম উঠা-নামা করছে। কিন্তু বর্তমানে সে দামটা বেশি হওয়ায় আমাদের দেশিয় টাকা বার্তি খরচ হচ্ছে। তাই তেলের দাম বাড়ছে।

এদিকে মসলা ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি ভারতীয় এলাচ আমদানি করা হতো। কিন্তু সম্প্রতি বন্যায় ভারতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় আমদানি বন্ধ হয়ে গেছে।
 
এ বিষয়ে চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম সিভয়েসকে বলেন, সম্প্রতি গুয়েতমালা থেকে বাংলাদেশ যেসব এলাচ আমদানি করা হচ্ছে, সেখান থেকে ভারতও নিচ্ছে। ফলে মজুদ কমে যাওয়ায় কেজিপ্রতি ২০০-৩০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

তিনি জানান, বাংলাদেশে প্রতিদিন ১০ টন এলাচের চাহিদা রয়েছে। এর ৬ ভাগের ১ ভাগ চাহিদা চট্টগ্রামে রয়েছে। এ মাসেই চট্টগ্রামে ৪ টন এলাচের চাহিদা ছিল। এছাড়া চট্টগ্রামে প্রতিদিন ১০ টন জি¦রা ও ৫ টন দারুচিনির চাহিদা আছে বলেও জানান এ ব্যবসায়ী নেতা।

উল্লেখ্য, খাতুনগঞ্জ থেকে ঢাকার চকবাজার ও বগুড়া জেলা থেকে সবচেয়ে বেশি ব্যবসায়ীর মসলা নিয়ে যান। এছাড়া নরসিংদী ও পাবনা জেলা ছাড়াও দেশের অন্যান্য জেলা থেকেও পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মসলা কিনতে আসেন।

-সিভয়েস/এএফ/এসসি

আরও পড়ুন

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ

রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান বিস্তারিত

হাজার সমস্যায় প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম বন্দর 

নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিস্তারিত

বন্দরের ব্যবহার ২০ শতাংশ কমাতে হবে : চবক চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দর রাষ্ট্রীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিস্তারিত

সবজিতে দাম বেড়েছে আলুর, স্বাভাবিক বাকিগুলো

চট্টগ্রামের খুচরা বাজারে দাম বেড়েছে আলুর। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮-১২ বিস্তারিত

বিশ্ব অর্থনীতিতে ক্রমাগত শীর্ষে অবস্থান নিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২০ সালে এশিয়ার সবচেয়ে বেশি হবে বলে এক বিস্তারিত

খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

চট্টগ্রামে ক্রমান্বয়ে কমছে পেঁয়াজের দাম। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার বিস্তারিত

আবারো অস্থির পেঁয়াজের বাজার

বেশ কিছুদিন স্থির থাকলেও আবারো অস্থির পেঁয়াজের বাজার। চট্টগ্রামের বিস্তারিত

বছরজুড়ে পেঁয়াজ দামে কাঁদলো দেশবাসী

২০১৯ সালে দামী হয়ে উঠা পণ্যের নাম হলো পেঁয়াজ। দেশের প্রতিটি মহলে পেঁয়াজের বিস্তারিত

জমে উঠেছে ৪র্থ এসএমই মেলা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক ব্যবসায়ীরা ছুটে এসেছেন নগরের বিস্তারিত

সর্বশেষ

খাগাড়াছড়িতে টোকেন বাণিজ্য: চলছে শত শত সিএনজি-থ্রি হুইলার

পুরো খাগড়াছড়ি জেলায় নিবন্ধিত সিএনজি ও থ্রি হুইলারের সংখ্যা মাত্র ৩৫০টি। বিস্তারিত

হ্যালো ওসি! ফুটপাত নাকি ফলমন্ডি?

ফুটপাত দখলমুক্ত রাখতে মেয়র নাছিরের জিরো টলারেন্স ঘোষণা দেয়ার পরও হাঁটার বিস্তারিত

সিভয়েসে সংবাদ প্রকাশের পর বিআরটিসি’র অ্যাকশন শুরু

শিক্ষার্থী সার্ভিস বাসে কোনো ধরনের সাধারণ যাত্রী উঠানো যাবে না, পূর্ব হতে বিস্তারিত

লামায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধ মহিলার মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। বিস্তারিত

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি