আপডেট ১২:০৫ পিএম, ডিসেম্বর ১৪, ২০১৯
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া বড় দুইটি রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে। একই সাথে বর্তমান সরকার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৮৭ কিলোমিটার সীমান্ত সড়ক ও কাটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাবো’।
রোববার দুপুরে কক্সবাজারে সেনানিবাসে এক অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ৬,৯ ও ২৭ ফিল্ড রেজিমেন্ট অর্টিলারি, ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ১৩ ও ১৪ বীর’কে রেজিমেন্টাল কালার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রশংসনীয় কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে এসব রেজিমেন্ট রেজিমেন্টাল কালার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান এবং পবিত্র আমানত।
এসময় রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির স্থায়ী সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, এয়ার কমোডর মুহাম্মদ শাফকাত আলী, ডিজিএফআই কক্সবাজার অধিনায়ক কর্নেল আবুজার আল জাহিদ, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদার, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সহ জনপ্রতিনিধি, ইউএনএইচসিআর, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে উপলক্ষে সেনা প্রধানের সম্মানে সুশৃংখল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
সিভয়েস/এএস
কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' শীর্ষ দুই মাদক বিস্তারিত
বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় ৮ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ গডফাদার নুর বিস্তারিত
রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যার অভিযোগে নেদারল্যান্ডের বিস্তারিত
কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমাম হোসেন বিস্তারিত
কক্সবাজারেরর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিস্তারিত
পরিবেশগত ছাড়পত্র ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট ছাড়া কক্সবাজার সমুদ্র বিস্তারিত
কক্সবাজারে রোহিঙ্গাদের দুই পক্ষের সংঘর্ষে গুলিতে এক রোহিঙ্গা নিহত বিস্তারিত
কক্সবাজারের টেকনাফের হ্নীলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দুই ডাকাত দলের বিস্তারিত
কক্সবাজারের বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকা থেকে ১ লাখ ইয়াবাসহ ২ জনকে আটক বিস্তারিত
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশে প্রথমবারের মত ২০০ টাকা বিস্তারিত
নগরীর বাকলিয়া থানার মদিনা আবাসিক এলাকাস্থ চা পাতা কলোনিতে আগুন লাগার খবর বিস্তারিত
মীরসরাইয়ে হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত
চট্টগ্রাম বন্দরে স্ক্র্যাপের বদলে এসেছে ২০ ফুট দৈর্ঘ্যের একটি খালি বিস্তারিত
সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি
Copyright © cvoice24.com 2018
Design & Developed by: Muktodhara Technology Ltd.