Cvoice24.com


বান্দরবানে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ১১:৫৭, ২৪ নভেম্বর ২০১৯
বান্দরবানে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনার

ছবি : সংগৃহীত

উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বান্দরবান পৌরসভা মিলনায়তনে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ নভেম্বের) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের
 সহকারী পরিচালক এমরান হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ছেলে মেয়েদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব সহকারে যত্নবান হওয়া প্রয়োজন । ছেলেমেয়েরা শৈশবকালীন এই সময়ে নানা সমস্যার সম্মুখীন হয়। এমনকি তাদের মাঝে শারীরিক পরিবর্তন দেখা দেয়। অনেক ছেলেমেয়ে লজ্জায় পরিবারের মা বাবার কাছে তা শেয়ার করতে চায় না। তাই শৈশবকালীন সময়ে ছেলেমেয়েদের এই পরিবর্তনে মা বাবাকে বন্ধুর মত পাশে থাকার আহ্বান জানান অতিথিরা।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওসার হোসেন, বান্দরবান সিভিল র্সাজন ডাঃ অংসুই প্রু মারমা, ডেপুটি সিভিল র্সাজন ডাঃ মংটিংঞো, এমসিএইচ র্সাভিসেস ইউনিট , পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ জয়নাল হক সহ বিভিন্ন সরকারি - বেসরকারি সংস্থার র্কমর্কতাবৃন্দ।

কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

-সিভয়েস/এসসি

 

বান্দরবান প্রতিনিধি:

সর্বশেষ

পাঠকপ্রিয়