Cvoice24.com


প্রকাশিত হলো প্রফেসর পারভেজ’র ‘সুষম সমাজ বিনির্মাণ’

প্রকাশিত: ১৩:৩৩, ২৩ নভেম্বর ২০১৯
প্রকাশিত হলো প্রফেসর পারভেজ’র ‘সুষম সমাজ বিনির্মাণ’

ছবি : সংগৃহীত

প্রকাশিত হয়েছে অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক প্রফেসর ড. সৈয়দ আহসানুল আলম পারভেজের বই ‘সুষম সমাজ বিনির্মাণ’।

দেশের সামগ্রিক প্রেক্ষাপটে অর্থনীতি কোন অবস্থায় আছে,যাচ্ছে এবং আমাদের সমাজে চলমান অর্থনৈতিক বৈষম্য কি ধরণের প্রভাব ফেলছে, এর থেকে উত্তরণের উপায়, সর্বোপরি একটি সুষম সমাজ বিনির্মাণে করণীয় সবকিছু এই বইয়ে তুলে ধরা হয়েছে।

১৪৪ পৃষ্ঠার এই বইয়ে বেকারত্ব দূরীকরণে প্রত্যক্ষ বরাদ্দ বৃদ্ধি, প্রান্তিক মানুষে মাথাপিছু আয়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ সহ গুরুত্বপূর্ণ ২৭টি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।

বইটির প্রকাশক বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও ন্যাশানাল ব্যুারো অব ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। দেশের স্বনামধন্য সকল লাইব্রেরিতে বইটি এখন পাওয়া যাচ্ছে।

-সিভয়েস/এসসি

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়