Cvoice24.com


আত্মসমর্পন করছেন মহেশখালীর অস্ত্র তৈরির শীর্ষ কারিগর জাফরসহ ১২জন

প্রকাশিত: ১৪:৪৫, ২২ নভেম্বর ২০১৯
 আত্মসমর্পন করছেন মহেশখালীর অস্ত্র তৈরির শীর্ষ কারিগর জাফরসহ ১২জন

ছবি : সংগৃহীত

আত্মসমর্পন করছেন কক্সবাজারের মহেশখালীর অস্ত্র তৈরির শীষ কারিগর জাফর আলমসহ ১২জন। ‘জাফর’র কারখানায় তৈরি অস্ত্র সারাদেশে সরবরাহ করা হতো। জানা যায়, মহেশখালীতে তৈরি হওয়া অবৈধ অস্ত্রের গায়ে ‘Made in Zafor’ লেখা থাকলেও এর দাম অন্য কারিগরদের তৈরি অস্ত্রের চেয়ে দাম বেশি।

জলদস্যু, পাহাড়ি সন্ত্রাসী, চিহ্নিত ডাকাত অপরাধ জীবন ছেড়ে রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করলেও অস্ত্র তৈরির কারিগর আত্মসমর্পণ করার ঘটনা এবারই প্রথম। শীর্ষ অস্ত্রের কারিগর ও জলদস্যুরা দেড় শতাধিক অবৈধ অস্ত্র, প্রায় ২ হাজার গোলাবারুদ, ধারালো ভয়ংকর অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ আত্মসমর্পণ করবেন বলে দায়িত্বশীল সুত্র জানায়।

শনিবার (২৩ নভেম্বর) মহেশখালীর কালারমারছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কক্সবাজার জেলা পুলিশের ব্যবস্থাপনায় সকালে আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হবে। এতে অস্ত্র তৈরির শীর্ষ কারিগরসহ জলদস্যু, দাগী অপরাধী ও বহু মামলার পলাতক আসামিরা আত্মসমর্পণ করবেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে, কুখ্যাত খউস্বর বর গ্রুপ, কালারবর গ্রুপ, আইয়ুব বাহিনীসহ ৮ টি পৃথক জলদস্যু বাহিনীর প্রধান, সদস্যরা, অস্ত্রের কারিগরদের সর্দার, দাগি পলাতক আসামিরা আত্মসমর্পণ করতে মধ্যস্থতাকারীর নিয়ন্ত্রণে সেফহোমে চলে এসেছে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত থাকবেন।

-সিভয়েস/এসসি

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়