Cvoice24.com


বিমানবন্দরের শৌচাগারে মিলল চার কোটি টাকার স্বর্ণ

প্রকাশিত: ১০:০৫, ২২ নভেম্বর ২০১৯
বিমানবন্দরের শৌচাগারে মিলল চার কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগার থেকে পলিথিনে মোড়ানো ৮ কেজি ১৭০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার ও ৭১৮৩ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ  করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ নভেম্বর) বিমানবন্দরের দ্বিতীয় তলার শৌচাগারে স্বর্ণের বারগুলো পাওয়া যায় বলে জানিয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান।

তিনি বলেন, গোপন সংবাদ থাকায় ফ্লাইটের যাত্রীদের ওপর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি আঁচ করতে পেরে সংশ্লিষ্ট পাচারকারী স্বর্ণের বারসহ পলিথিনটি টয়লেটে পেলে যায়। শৌচাগার থেকে পলিথিনে মোড়ানো ৮ কেজি ১৭০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা।

তিনি আরো বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৩৮ ফ্লাইটে আসা ২৯ জন যাত্রীর লাগেজ থেকে বিভিন্ন ব্র্যান্ডের৭ হাজার ১৮৩ মিনি কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য  ১ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকা। একটি ফ্লাইটে ২৯ জন যাত্রী কেন একসাথে এত সিগারেট আনল, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

সিভয়েস/এমআই

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়