Cvoice24.com


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪২, ২২ নভেম্বর ২০১৯
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ দলের অনুশীলনে মুশফিকুর রহিম। ফাইল ছবি।

ঐতিহাসিক টেস্ট, উপমহাদেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে কলকাতায় বাংলাদেশ-ভারতের ম্যাচটির কথা। প্রথমবারের মতো কৃত্রিম আলোয় গোলাপি বলের টেস্ট ম্যাচ।

ইডেনের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়াও আছে অনেক আয়োজন।

তবে বাইশ গজের লড়াইয়ে নামার আগে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। টস জিতে ব্যাটিংয় করবে টাইগাররা।

বাংলাদেশ একাদশে আসছে দুই পরিবর্তন। স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে পেসার আল-আমীনের। মেহেদী মিরাজের বদলে জায়গা হয়েছে স্পিনার নাঈম হাসানের।

তবে ভারতীয় একাদশে আসেনি কোনও পরিবর্তন। ইন্দোরের একাদশ নিয়েই ইডেনে নামবে স্বাগতিকরা।

ভারত: মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রিদ্ধিমান সাহা (উইকেট-রক্ষক), উমেশ যাদব, রবিচন্দ্রন আশ্বিন, মোহাম্মদ শামী ও ইশান্ত শর্মা।

বাংলাদেশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেট-রক্ষক), নাঈম হাসান, আবু জায়েদ, আল-আমিন হোসেন ও এবাদত হোসেন।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়