Cvoice24.com


নুসারাত হত্যা : ওসি মোয়াজ্জেমের রায় ২৮ নভেম্বর

প্রকাশিত: ১৪:৪৯, ২০ নভেম্বর ২০১৯
নুসারাত হত্যা : ওসি মোয়াজ্জেমের রায় ২৮ নভেম্বর

ছবি : সংগৃহীত

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার রায় ঘোষণার দিন ২৮ নভেম্বর ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন। এ মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

বুধবার (২০ নভেম্বর) সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিউপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।

গত ১৭ জুলাই সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

১৭ জুন আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৬ জুন রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


-সিভয়েস/এসসি

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়