Cvoice24.com


গুজব ঠেকাতে ১৫ টাকা কেজিতে লবণ বিক্রি

প্রকাশিত: ০৯:০৮, ২০ নভেম্বর ২০১৯
গুজব ঠেকাতে ১৫ টাকা কেজিতে লবণ বিক্রি

ছবি: সিভয়েস

লবণের দাম বাড়বে পেঁয়াজের মতো- লবণ নিয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই প্রচারণা চালায়। এক এলাকা থেকে অন্য এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এ গুজব ।

সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়, দেশে মজুদ আছে পর্যাপ্ত লবণ। তাই দাম বাড়ার কোনো কারণই নেই। এটি শুধু গুজব।

আজ বুধবার (২০ নভেম্বর) ট্রাকভর্তি লবণ নিয়ে মাঠে নামেন লবণ মালিক সমিতি সংগঠনের সদস্যরা। বিক্রি করছেন প্রতি কেজি লবণ ১৫ টাকায়। 

লবণ বিক্রি শুরু হয় দুপুর ১টা থেকে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে  খোলা পিকআপে  বিক্রি করা ১৫ টাকা কেজিতে লবণ পেতে ভিড় জমায় ক্রেতারা।

লবণ কিনতে আসা সাইফুল ইসলাম সিভয়েসকে বলেন, শুনেছি লবণের দাম বাড়তে পারে- তাই আগে ভাগে চার কেজি লবণ কিনে নিয়েছি। পেঁয়াজের মতো হঠাৎ যদি লবণের দাম বেড়ে যায় সেজন্যেই লবণ কিনেছি।

লবণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহের হোসেন সিভয়েসকে বলেন, লবণের দাম বাড়বে এমন গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আমরা ১৫ টাকা কেজিতে লবণ বিক্রি করতে মাঠে নেমেছি যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এটি শুধুই গুজব। 

লবণ মালিক সমিতির এ কার্যক্রম নগরের বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

-সিভয়েস/জেআইএস/আই


 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়