Cvoice24.com


আগামীকাল বিমানে চড়ে আসছে পেঁয়াজ

প্রকাশিত: ১৬:৪০, ১৮ নভেম্বর ২০১৯
আগামীকাল বিমানে চড়ে আসছে পেঁয়াজ

ছবি : সংগৃহীত

তিন দেশ থেকে কেনা পেঁয়াজের প্রথম চালানটি কার্গো বিমানে করে আগামীকাল দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দীন।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।   

তিনি বলেন, এলসির মাধ্যমে সমুদ্রপথে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে বেশিরভাগ ক্ষেত্রে দেড় মাসের মতো সময় লাগে। সম্প্রতিকালে পেঁয়াজের রফতানিমূল্য চারগুণ বাড়িয়েছে মিয়ানমার। ঘুর্ণিঝড় বুলবুলের কারণে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।  মিশর, তুরস্ক ও চীন থেকে কেনা এই পেঁয়াজ দেশের বাজারে পৌঁছালে দাম কমে আসবে।

বাণিজ্য সচিব বলেন, বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজের চালান সমুদ্র পথে বাংলাদেশের উদ্দেশ্যে রয়েছে। পাশাপাশি এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় দেশীয় নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে শিগগিরই বাজারে পেঁয়াজের দাম কমে আসবে।

তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে লিখিত বক্তব্য পড়েই তিনি চলে যান।

সিভয়েস/এসসি

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়