Cvoice24.com


মির্জা ফখরুলের চিঠিতে উল্লেখ নেই খালেদা জিয়ার মুক্তির বিষয়!

প্রকাশিত: ১৭:০৭, ১৭ নভেম্বর ২০১৯
মির্জা ফখরুলের চিঠিতে উল্লেখ নেই খালেদা জিয়ার মুক্তির বিষয়!

ছবি : সংগৃহীত

প্রথমবারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের সঙ্গে স্বাক্ষরিত নিয়ে চিঠি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এটি বিএনপি মহাসচিবের লেখা প্রথম চিঠি।

রোববার (১৭ নভেম্বর) মহাসচিবের স্বাক্ষরিত লেখা চিঠিতে ১৪৫ (ক) অনুচ্ছেদ অনুযায়ী চুক্তিগুলো সংসদে অথবা রাষ্ট্রপতির কাছে পাঠানোর অনুরোধ করা হয়।

রাজপথে, সভাসমাবেশে এবং সংবাদ সম্মেলনে বিএনপির হেভিওয়েট নেতাদের বক্তব্যে চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি বিষয়টি প্রধান ইস্যু হলেও প্রধানমন্ত্রীর কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ চিঠিতে কোথাও একটিবারের মত বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি উল্লেখ নেই।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সকল চুক্তিকে জনগণের স্বার্থের পরিপন্থী তথা বাংলাদেশ বিরোধী চুক্তি হিসেবে সমালোচনার ঝড় উঠেছে। এছাড়া ভারতের সাথে যে সকল চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার কোনোটিই জনম্মুখে উপস্থাপন করা হয়নি। জাতীয় সকল চুক্তির বিষয়ে অবহিত থাকা জনগণের যে মৌলিক অধিকার তা থেকে বঞ্চিত রাখা স্পষ্টতাই সংবিধানের লংঘন।

-সিভয়েস/এসসি

 

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়