Cvoice24.com


অপমান সইতে না পেরে লামায় গৃহবধুর বিষপান

প্রকাশিত: ১৪:৩৩, ১৭ নভেম্বর ২০১৯
অপমান সইতে না পেরে লামায় গৃহবধুর বিষপান

ফাইল ছবি।

বান্দরবানের লামা উপজেলায় অপমান সইতে না পেরে বিষপান করে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুর ২টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে বিষপানের দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গৃহবধুর নাম, কামরুন নেছা (৩৫)। তিনি উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বৈক্ষম পাড়ার মো. ইসহাক এর স্ত্রী।

প্রতিবেশীরা জানায়, মেয়ের বিয়ের ফার্ণিচার তৈরি করতে কামরুন নেছা পার্শ্ববর্তী মো. এনাম ও মো. কাদের কে ৬ মাস আগে বার হাজার টাকা দেয়। ফার্ণিচার তৈরি করে না দেয়ার কামরুন নেছা তার সদ্য বিয়ে দেয়া মেয়েকে জামাইয়ের বাড়িতে তুলে দিতে পারছিলনা। পাওয়ানা টাকা চাওয়ায় কামরুন নেছাকে অপমান করে এনাম, কাদের ও তাদের পরিবারের লোকজন। সেই ক্ষোভ থেকে সে বিষপান করে।

নিহতের পরিবার জানায়, শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮টায় আমার স্ত্রী পাশের বাড়ি এনামের রান্না ঘরে গিয়ে বিষপান করে। খবর পেয়ে আমরা তাকে দ্রুত উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তার অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার হাসপাতালে রেফার করে। বিষপানের ২দিন পরে রোববার দুপুর ২টায় তার মৃত্যু হয়।   

স্থানীয় ইউপি মেম্বার মো. শাহ আলম বলেন, আমি নিহত কামরুন নেছার সাথে কক্সবাজারে আছি। সোমবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে লামা ফিরে যাব।

বিষপানে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, লাশ এখনো কক্সবাজার হাসপাতালে। সোমবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

-সিভয়েস/এসসি

 

লামা (বান্দরবান) প্রতিনিধি :

সর্বশেষ

পাঠকপ্রিয়