Cvoice24.com


পেকুয়া উপজেলা চেয়ারম্যানকে অপসারণের আদেশ স্থগিত করলো হাইকোর্ট

প্রকাশিত: ১৩:৫৮, ১৭ নভেম্বর ২০১৯
পেকুয়া উপজেলা চেয়ারম্যানকে অপসারণের আদেশ স্থগিত করলো হাইকোর্ট

পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে অপসারণের স্থানীয় সরকার বিভাগের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন।

গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিচারপতি নাজমুল হাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। 

গত ৭ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ অস্ত্র মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে অপসারণ করে পদটি শূণ্য ঘোষণা করেন।

এদিকে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জহিরুল স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করেন।

সিভয়েস/এএস

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়