Cvoice24.com


হাটহাজারীতে সমাপনী পরীক্ষায় অনুপুস্থিত ২৪১

প্রকাশিত: ১১:৪৯, ১৭ নভেম্বর ২০১৯
হাটহাজারীতে সমাপনী পরীক্ষায় অনুপুস্থিত ২৪১

ছবি : সিভয়েস

সারা দেশের মত হাটহাজারীতেও এক যোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এ বছর প্রাথমিক, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ীর ২৭১টি প্রতিষ্ঠানের মোট ৯ হাজার ৩শ' ২৬জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তবে কেন্দ্রের কোথাও কোনো পরীক্ষার্থী বহিস্কৃত হননি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম।

সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হলেও ২২টি কেন্দ্রের সবকটি কেন্দ্রেই কিছু কিছু পরীক্ষার্থী অনুপুস্থিতির খবর পাওয়া গেছে।

হাটহাজারী প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২২টি কেন্দ্রের সবকটি কেন্দ্রেই কয়েকজন করে প্রাথমিক ও ইবতেদায়িতে ২৪১জন পরীক্ষার্থী অনুপুস্থিত ছিল।

এবার প্রাথমিকের ৭হাজার ৩শত ৬০জন এবং ইবতেদায়ির ১হাজার ৯শত ৬৬জন পরীক্ষার্থী রয়েছে। তবে এবারও প্রাথমিক এবং ইবতেদায়িতে ছাত্রের চেয়ে ছাত্রির সংখ্যা বেশি। প্রাথমিকে ছাত্র ৩ হাজার ৫শ' ১৯ জন হলেও ছাত্রির সংখ্যা ৩হাজার ৮শ' ৪১ জন। অপরদিকে ইবতেদায়িতে ছাত্র ৮শ' ৫১ জন হলেও ছাত্রির সংখ্যা ১ হাজার ১শ' পনের জন।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপুস্থিত ৮, কাটির হাট উচ্চ বিদ্যালয়ে ১৩, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে ১৯, গুমানমর্দ্দন উচ্চ বিদ্যালয়ে ৩, নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে ২, ছিপাতলী ঈদগাহ উচ্চ বিদ্যালয়ে ১, মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১০, নগেন্দ্রনাথ মহাজন উচ্চ বিদ্যালয়ে ১, গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩, মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬, ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ে ১, ফতেপুর উচ্চ বিদ্যালয়ে ১২, ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে ৬, খন্দকিয়া চিকনদন্ডী উচ্চ বিদ্যালয়ে ১০, মাদার্শা আকবরিয়া স্কুল এন্ড কলেজে ১৭, কুয়াইশ বুড়িশ্চর সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে ৭, বুড়িশ্চর উচ্চ বিদ্যালয়ে ১২, আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ২৯, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ে ৫৭, হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া মাদ্রাসায় ৭ এবং কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬জন পরীক্ষার্থী।

পরীক্ষার প্রথমদিনেই ২৪১ জন পরীক্ষার্থী অনুপুস্থিতির কারণ জানতে চাইলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম বলেন, আমাদের অভিভাবকদের তার সন্তানদের পড়ালেখার ব্যাপারে আরো সচেতন হতে হবে। নয়ত সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী  তেমন বৃদ্ধি পাবেনা। এখনো সমাজে কিছু অসচেতন অভিভাবক রয়েছে যারা তাদের সন্তানকে সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণে অনাগ্রহ প্রকাশ করছে। শিক্ষা কার্যালয় থেকে পরীক্ষা নিয়মিত মনিটরিং করা হয়েছে।

-সিভয়েস/এসসি

 

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়