Cvoice24.com


ওফা চট্টগ্রাম অফিসের উদ্বোধন

প্রকাশিত: ১১:৩৯, ১৭ নভেম্বর ২০১৯
ওফা চট্টগ্রাম অফিসের উদ্বোধন

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশনের (ওফা) চট্টগ্রাম শাখা অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার (১৫ নভেম্বর) নগরীর জুবলী রোডে সংগঠনটির নিজস্ব কার্যালয় গঠনের মধ্য দিয়ে এটি যাত্রা শুরু করে।

উৎসব মুখর পরিবেশে এদিন ক্যাডেট কলেজটি থেকে পাস করে আসা বিভিন্ন ব্যাচের প্রাক্তন ক্যাডেটদের উপস্থিতিতে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এতে ঢাকা- চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত প্রাক্তন ক্যাডেটরা অংশ নেন ।

সিজিবি’র বিদায়ী সেক্রেটারি জেনারেল কিশোয়ার ইমদাদের (২৪তম ব্যাচ) সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওফার বিদায়ী কেন্দ্রীয় চেয়ারম্যান হেলাল মোখলেস আলম (১১তম ব্যাচ)। 

বিশেষ অতিথি ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক শিকদার, কর্নেল (অব.) সালাহউদ্দিন বীর প্রতীক (৪র্থ ব্যাচ), প্রফেসর হায়াত হোসেন (৪র্থ ব্যাচ), কামাল হায়াত (৪র্থ ব্যাচ), নিজাম সেলিম (৯ম ব্যাচ), ঢাকা চ্যাপটারের সভাপতি ইসা মইনুদ্দিন (২৯ তম ব্যাচ) সহ প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওফার শুভাকাঙ্খী পেডরোলো এন কে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান। এসময় শাখা অফিসটি চালুতে সার্বিক সহযোগিতা এবং বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ক্যাডেটদের সবাই ইমরান খানকে (৩৬তম ব্যাচ) বিশেষভাবে ধন্যবাদ জানান।

এদিকে গত ১লা নভেম্বর ওফা’র নির্বাচনে চট্টগ্রাম চ্যাপটারের নব নির্বাচিত সভাপতি কামরুল ইসলাম মজুমদারের (১৬তম ব্যাচ) সভাপতিত্বে নবনির্বাচিত ওফা চট্টগ্রাম কমিটির অভিষেক অনুষ্ঠান হয়। 

সংগঠনটির নতুন কমিটির সদস্যরা হলেন,  সভাপতি - কামরুল ইসলাম মজুমদার (১৬তম ব্যাচ), সহ সভাপতি - এম ইসহাক চৌধুরী (১৭ তম ব্যাচ) ও গোলাম মোহাম্মদ তৈয়ব আলী (৩৫ তম ব্যাচ), সাধারন সম্পাদক - ইমরান খান (৩৬ তম ব্যাচ), যুগ্ন সাধারন সম্পাদক - আশরাফুল ইসলাম শোভন ( ৩৯ তম ব্যাচ), কোষাধ্যক্ষ - ইমতিয়াজ আলম (৩৭ তম ব্যাচ),  ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক - মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী (৩৪ তম ব্যাচ), সাংগঠনিক ও প্রচার সম্পাদক - মঈন উদ্দিন চৌধুরী (৪৮ তম ব্যাচ), সদস্য - এ কে এম হারুনুর রশীদ (৩০ তম ব্যাচ), আসিফ ইকবাল পলাশ (৪০ তম ব্যাচ) ও মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী (৪৫ তম ব্যাচ)।

-সিভয়েস/বিজ্ঞপ্তি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়