Cvoice24.com


এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাকরি’

প্রকাশিত: ১৬:৩৩, ১৩ নভেম্বর ২০১৯
এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাকরি’

ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় 'বুলবুল'র রেশ কাটতে না কাটতে ধেয়ে আসছে আরো শক্তিশালী ঘূর্ণিঝড় 'নাকারি'।  প্রাথমিকভাবে দক্ষিণ চীন সাগরে তৈরি ‘নাকরি’ বুলবুলের চেয়েও বেশি শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে আবহাওয়া অফিস।

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণিঝড় ‘নাকরি’ বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। এদিনই শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানবে। এর প্রভাব বাংলাদেশেও পড়বে।

আবহাওয়া অফিস বলছে, ভিয়েতনামের ভূমি লক্ষ্য করে এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে এগোচ্ছে। এছাড়া চেন্নাইসহ উত্তর তামিলনাড়ুর উপর দিয়েও ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভিয়েতনামের উপকূলে ব্যাপক বৃষ্টিপাত ঘটানোর পর শক্তিক্ষয় হবে এর। এরপর দক্ষিণ থাইল্যান্ড অতিক্রম করে মায়ানমারের দক্ষিণ ভাগে এসে পৌঁছবে তা। মায়ানমার এসে পৌঁছালেও এর লণ্ডভণ্ড করার শক্তি তেমন থাকবে না। খুব বেশি হলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

-সিভয়েস/এসসি

 

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়