Cvoice24.com


মুক্তিযোদ্ধা-সাংবাদিক জামাল উদ্দিন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

প্রকাশিত: ০৫:০১, ১৩ নভেম্বর ২০১৯
মুক্তিযোদ্ধা-সাংবাদিক জামাল উদ্দিন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

ছবি: সিভয়েস

লোহাগাড়া প্রেস ক্লাবের কার্য্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্য্নির্বাহী কমিটির সিনিয়র সদস্য  মুক্তিযোদ্ধা-সাংবাদিক মো. জামাল উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

১২ নভেম্বর ( মঙ্গলবার)   সকাল সাড়ে ১০টায়  লোহাগাড়া  উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইয়াছিন পাড়াস্থ আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মরহুম জামাল উদ্দিনের কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান  প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌছিফ আহেমদ, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম।

জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন  দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক চোধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,  মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুজিবুর রহমান, বড়হাতিয়া  ইউপি চেয়ারম্যান এমডি জুনাঈদ চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল প্রমুখ। 

মরহুমের নামাজে জানাজার ইমামতি করেন মৌলানা কাজী নাছির উদ্দিন ।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিন  (৬৮) গত  সোমবার সকাল ৮টায়  নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক আজাদীতে লোহাগাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কর্মরত ছিলেন।

শোক প্রকাশ : তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য  ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী,  দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খাঁন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: আ.ম.ম মিনহাজুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আক্তার আহমদ সিকদার ও ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল।

সিভয়েস/আই
 

লোহাগাড়া প্রতিনিধি 

সর্বশেষ

পাঠকপ্রিয়