Cvoice24.com


চেয়ার মারামারিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সভা পণ্ড

প্রকাশিত: ১৪:২৫, ১২ নভেম্বর ২০১৯
চেয়ার মারামারিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সভা পণ্ড

ছবি : আকমাল হোসেন

চেয়ার মারামারিতে পণ্ড হয়ে গেছে লালদিঘী মাঠে অনুষ্ঠিত যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সভা। এ ঘটনায় ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীসহ অন্তত পাঁচ জন আহত হয়েছে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নগরের লালদিঘী মাঠে এ সভার আয়োজন করে আওয়ামী যুবলীগ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঘটনা ঘটেছে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় সুত্র জানায়, সভাস্থলে পৃথক মিছিল নিয়ে আসেন মহানগর যুবলীগের সদস্য ওয়াসিম উদ্দিন চৌধুরী ও যুবলীগ নেতা কাউন্সিলর মোবারক আলীর অনুসারীরা। সভাস্থলে ঢোকার সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে আলতাফ হোসেন বাচ্চুর বক্তব্যের মাঝামাঝি সময়ে মঞ্চের পশ্চিম কোণায় উভয় পক্ষের কর্মীরা চেয়ার মারামারিতে জড়িয়ে পড়ে।  এক পর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এমতাবস্থায় সমাবেশে বিশৃঙ্খলা দেখে বক্তব্য না রেখেই সভাস্থল ত্যাগ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল। সভায় বিশেষ অতিথি হিসেবে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত থাকার কথা থাকলেও মারামারির খবর শুনে সভায় যোগদানের সিদ্ধান্ত বাতিল করেন বলে জানা গেছে।  

মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মারামারির ঘটনায়  প্রধান অতিথি মঞ্চ ত্যাগের পরবর্তীতে নেতৃবৃন্দ তড়িঘড়ি করে র্যালী বের করে অনুষ্ঠান শেষ করে। প্রতিষ্ঠাবার্ষিকী সভায় সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার।

-সিভয়েস/ইউডি/এসসি

 

 

 

 

 


সভায় সভাপতিত্ব করছিলেন নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু ও সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার।

 

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়