Cvoice24.com


নবজাতকের লাশ বলে ফেসবুকে গুজব ছড়ানো যুবক আটক

প্রকাশিত: ০৯:৩৩, ১২ নভেম্বর ২০১৯
 নবজাতকের লাশ বলে ফেসবুকে গুজব ছড়ানো যুবক আটক

ছবি: সিভয়েস

নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের পেছনের টিলায় কয়েকটি নবজাতকের লাশ ফেলে দেয়া হয়েছে বলে ফেসবুকে গুজব ছড়ানো সে যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

ফেসবুক লাইভের মাধ্যমে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দেয়া লাইভকারী যুবকের নাম মো. সাঈদ হোসাইন  কানন (২৭)।

আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. মহসীন সিভয়েসকে বলেন, গতকাল রাতে রিয়াজউদ্দিন বাজার বানিয়ারটিলা এলাকা থেকে সাঈদকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, লাইভে সাঈদ হোসেন কাননেন অপর সহযোগী মো. পারভেজ পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সাঈদ ও তার সহযোগী কিছুদিন পূর্বে জমিয়তুল ফালাহ মসজিদের পেছনে  কয়েকটি নবজাতকের লাশ পড়ে আছে বলে ফেসবুকে লাইভ করেন। পরে থানা পুলিশ গিয়ে দেখতে পায় সেখানে নবজাতকের কোন লাশ নেই, তবে বাচ্চাদের ব্যবহৃত প্যাম্পার্স পড়ে আছে।

সিভয়েস / এএইচ/আই
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়