Cvoice24.com


রোহিতের পর ধাওয়ান সাজঘরে

প্রকাশিত: ১৪:২৭, ১০ নভেম্বর ২০১৯
 রোহিতের পর ধাওয়ান সাজঘরে

ছবি : সংগৃহীত

রোহিতের পর এবার সাজঘরে ধাওয়ান। শফিউল ইসলামের গতির শিকার ভারতীয় দুই ওপেনার। রোহিত শর্মাকে বোল্ড, আর শেখর ধাওয়ানকে ক্যাচ তুলতে বাধ্য করেন শফিউল। শফিউল ইসলামের বলের গতির মুখে পড়ে ৫.২ ওভারে ৩৫ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

রোহিত তৃতীয় ম্যাচে ফেরেন ৬ বলে মাত্র ২ রান করে। রোহিত শর্মার বিদায়ে ১.৩ ওভারে দলীয় ৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে ভারতের।

রোববার (১০ নভেম্বর) ভারতের নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই দলকে ব্রেক থ্রু এনে দেন শফিউল। তার বলে স্ট্যাম্প উড়ে যায় ভারত সেরা ওপেনার রোহিত শর্মার। তিন ম্যাচ সিরিজে এ নিয়ে দুইবার শফিউলের শিকার হলেন রোহিত।

দলীয় ৩৫ রানে ভারতীয় শিবিরে ফের আঘাত হানেন শফিউল। তার বলে ডিপ মিডউইকেটে ফিল্ডিং করা মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শেখর ধাওয়ান।

-সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়