Cvoice24.com


পদ্মায় ধরা পড়লো ২৫ কেজি ওজনের কাতল

প্রকাশিত: ০৬:১৭, ৮ নভেম্বর ২০১৯
পদ্মায় ধরা পড়লো ২৫ কেজি ওজনের কাতল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বড় কাতলা মাছ ধরা পড়েছে।

বিশালাকৃতির এই কাতলা মাছটি একনজর দেখতে ঘাট এলাকায় ভিড় করে উৎসুক শত শত জনতা।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া এক নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলেন সিদ্দিক কাজীর পাড়া এলাকার জেলে ইছাক হালদার।

এ সময় তার জালে বিশালাকৃতির এই কাতল মাছটি ধরা পরে। তিনি আরও জানান, মাছটিকে ১৮০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার টাকা ক্রয় করার পর বেশি লাভের আশার ঢাকার কাওরান বাজারে পাঠানো হয়েছে।

দৌলতদিয়া ঘাট মৎস্য আড়তের মালিক সমিতির সভাপতি শাজাহান মিয়া আরটিভি অনলাইনকে জানান, প্রতি বছর এ সময় পদ্মায় দৌলতদিয়া ঘাট ও এর আশেপাশে জেলেদের জালে প্রায়ই বড় বড় কাতলা, বোয়াল ও বাগাইড় মাছ ধরা পরে। ধরা পরা এসব মাছ আড়তদাররা কিনে দ্রুত ঢাকার কাওরান বাজারে পাঠায় বেশি দামে বিক্রির আশায়।

এতে জেলেরা মাছ ধরে লাভবান হচ্ছে। আর দৌলতদিয়ায় নদী ভাঙনে নিঃস্ব অনেকে বেকার না থেকে জাল ফেলে পদ্মায় প্রতিদিন মৎস্য শিকারে নামছে।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়