Cvoice24.com


১৫ বছর আইনি লড়াই শেষে রাঙামাটির শিশু পার্কটির যাত্রা শুরু

প্রকাশিত: ০৮:৪৮, ৬ নভেম্বর ২০১৯
১৫ বছর আইনি লড়াই শেষে রাঙামাটির শিশু পার্কটির যাত্রা শুরু

ছবি: সিভয়েস

দীর্ঘ ১৫ বছর আইনি লড়াই শেষে রাঙামাটির একমাত্র শিশু পার্কটির যাত্রা শুরু হয়েছে। এটি দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়েছিল। রাঙামাটি জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় শিশু পার্কটি সংস্কার কাজ শেষে আজ বুধবার সকালে উদ্বোধন করা হয়েছে। 

পার্কটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, পার্ক ব্যবস্থাপনায় কমিটির সদস্য প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, মো. নজরুল ইসলাম প্রমুখ।

রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এ সময় বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা কাজটি শুরু করেছি। এখানে এখনো যেটুকু জায়গা বেদখল আছে সেগুলোও দখলমুক্ত করে আরো দৃষ্টিনন্দন করা হবে পার্কটি।’

পার্কের উন্নয়নে আরো ১ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। তিনি বলেন, ‘যেহেতু এটি শহরের একমাত্র শিশু পার্ক এটিকে আরো কিভাবে সুন্দর করা যায় সেদিকে নজর রেখে উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’ 

উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন পৌর মেয়র এ শিশু পার্কের ভেতর কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ শুরু করলে আদালতে মামলা করে পরিবেশবাদী সংগঠন- গ্লোবাল ভিলেজ। পরে দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালে নির্মাণাধীন কমিউনিটি সেন্টারটি ভেঙে ফেলা হয়। এর ৫ বছর পর আবারো পার্কটির উদ্বোধন হওয়ায় এতে উচ্ছসিত এলাকাবাসী।

সিভয়েস/আই

সাইফুল উদ্দীন, রাঙামাটি

সর্বশেষ

পাঠকপ্রিয়