Cvoice24.com


থাইল্যান্ডে তল্লাশি চৌকিতে হামলায় নিহত ১৫

প্রকাশিত: ০৭:৩১, ৬ নভেম্বর ২০১৯
থাইল্যান্ডে তল্লাশি চৌকিতে হামলায় নিহত ১৫

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি তল্লাশি চৌকিতে গুলির ঘটনায় ১৫ স্বেচ্ছাসেবী কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও পাঁচজন।

মঙ্গলবার রাতে ইয়ালা প্রদেশে অজ্ঞাত সংখ্যক ব্যক্তি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে পুলিশের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে।

ইয়ালা প্রদেশের পুলিশ সুপার কর্নেল থাউয়িসাক থোংসোংসি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংকক পোস্ট পত্রিকা এক প্রতিবেদনে জানায়, হামলায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। বাকি চারজন ইয়ালা প্রদেশের হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ওই এলাকায় আরও দুটি তল্লাশি চৌকিতেও হামলার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গত ২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় তিনটি প্রদেশ- ইয়ালা, পাত্তানি ও নারাথিওয়াতে মুসলিম বিচ্ছিন্নতাবাদীর সশস্ত্র সংগ্রামের কারণে প্রায় ৭ হাজার মানুষ নিহত হয়েছেন।

এই সহিংসতায় পুলিশ, শিক্ষক এবং সরকারি কর্মকর্তারাও হামলার লক্ষ্যবস্তু হয়েছেন।

গত আগস্টে আবদুল্লাহ এসোরমুসর নামের ৩২ বছর বয়সী এক যুবক সেনাবাহিনীর নির্যাতনের ফলে কোমায় চলে যান এবং পরে ওই অবস্থায় মারা যান। ওই ঘটনার পর দক্ষিণাঞ্চলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়