Cvoice24.com


শেষ হলো জেএসসি-জেডিসি প্রথম দিনের পরীক্ষা

প্রকাশিত: ০৮:৫৪, ২ নভেম্বর ২০১৯
শেষ হলো জেএসসি-জেডিসি প্রথম দিনের পরীক্ষা

ছবি: সিভয়েস

সারা দেশের মতো আজ (২ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। 
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডর অধীনে  ২ লাখ ৮ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ছাত্র  ৯২ হাজার ৫৫৯ জন এবং ছাত্রী  ১ লাখ ১৬ হাজার ৪২৯ জন।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডর চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম সিভয়েসকে জানান, এবার বাংলা বিষয়ের মধ্য দিয়ে প্রথম দিনের সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। অপ্রীতিকর ঘটনার নজরদারিতে ১০টি পরিদর্শন দল কাজ করছে জানিয়ে প্রশ্নপত্র ফাঁসসহ যে কোন ধরনের অনিয়ম নজরে আসলে তা তাৎক্ষণিক সংশ্লিষ্টকে অবহিত করার অনুরোধ করেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র বলছে, সংখ্যা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী সংখ্যা এবারই সর্বোচ্চ। ২৩১টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট ১ হাজার ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। তৎমধ্যে চট্টগ্রাম মহানগরীতে ৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ২২২টি বিদ্যালয় থেকে অংশ নিয়েছে ৪৬ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থী।

সিভয়েস/আই
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়