Cvoice24.com


চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত ওরা

প্রকাশিত: ১৩:৫৭, ২২ অক্টোবর ২০১৯
চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত ওরা

ছবি : সিভয়েস

চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় দুই প্রতারককে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার চট্টগ্রাম মেট্রো শাখা বিমানবন্দর টিম (এনএসআই)।

মঙ্গলবার (২২ অক্টোবর) হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিমানবন্দর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।  

আটককৃতরা হলেন নোয়াখালীর চরজব্বার এলাকার মো. জাকির সোহাগ (২৯) এবং  বাগেরহাটের দীঘির পাড় এলাকার রুবেল হাওলাদার (২৭)।

জানা গেছে, সম্প্রতি হবিগঞ্জের বানিয়াচং এলাকার তারা রেশমিনা বেগমের (২৩) কাছ থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এ বিমানবালার চাকরি দেয়ার কথা বলে দেড় লাখ টাকা নেয়ার কথা ছিল। এছাড়াও একই এলাকার কুতুব উল্লাহ নামে এক ব্যক্তিতে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া পরীক্ষা নিয়ে টাকা হাতিয়েছেন। পরে এক ভুক্তভোগী বাদি হয়ে পতেঙ্গা থানায় একটি প্রতারণার মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে মানুষ থেকে টাকা হাতিয়ে আসছেন। এনএসআই তাদের আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। পরে আমরা তাদের বিরুদ্ধে ভুক্তভোগি কুতুব উল্লাহ বাদী হয়ে প্রতারণার মামলা দায়ের করেছেন।

-সিভয়েস/এসসি

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়