Cvoice24.com


চীন থেকে বালু আসার হিড়িক, বন্দরে চালান আটক

প্রকাশিত: ১২:১৫, ২২ অক্টোবর ২০১৯
চীন থেকে বালু আসার হিড়িক, বন্দরে চালান আটক

ছবি : সিভয়েস

 

চট্টগ্রাম বন্দরে চীন থেকে বালু আসার হিড়িক যেন থামছেই না। সুতার পর এবার ৩০ লাখ টাকার তুলার বিনিময়েও এসেছে বালু। মঙ্গলবার (২২ অক্টোবর) নগরীর ইপিজেডস্থ বেসরকারি কিউএনএস ডিপোতে ৪০ ফুট লম্বা একটি কনটেইনার খুলে এমন কান্ড দেখতে পান কাস্টমস কর্মকর্তারা।

 

তুলার জায়গায় বালু পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার মো. নুর উদ্দিন মিলন।

চালানটিতে দেখা যায়, ৯১৬টি ব্যাগে প্রায় ২০ টন বালু রয়েছে। তবে বিষয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতারণা নাকি ভুল তা খতিয়ে দেখছে কাস্টমস কর্তৃপক্ষ। পাশাপাশি মানি লন্ডারিংয়ের বিষয়টিও মাথায় রাখছে তারা। এছাড়া বালুর নমুনাগুলো সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠানোর প্রস্তুতি চলছে।
 
কাস্টমস সূত্রে জানা যায়, চীন থেকে আসা চালানটি এসেছে মেসার্স সৈয়দ ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের নামে। প্রতিষ্ঠানটি নগরীর কোতোয়ালি এলাকার ৮২৯ জুবিলি রোডের আনজুমান শপিং কমপ্লেক্সে অবস্থিত। আর তারেদ ওই চালানটি খালাসের দায়িত্বে ছিলো আগ্রাবাদ বাদামতল এলাকার এসজিএস কোম্পানি নামের একটি সিএন্ডএফ এজেন্টে।
 
এর আগে গত ১৬ অক্টোবর কাস্টমস হাউসে চালানটির বিল অব এন্ট্রি (সি-১৬০৪১৫৫) দাখিল করা হয়। আর এর বিপরীতে ৫ শতাংশ হারে ১ লাখ ৫৭ হাজার টাকা শুল্ক করও পরিশোধ করা হয়।

-সিভয়েস/এএফ/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়