Cvoice24.com


বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

প্রকাশিত: ১৬:১৪, ২১ অক্টোবর ২০১৯
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে ঘাটতির কথা উল্লেখ করে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে দাম বাড়ানোর এ প্রস্তাব দেয় পিডিবি।

২০১৭ সালের ২৩ নভেম্বর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছিল। তখন গড়ে ইউনিট-প্রতি ৩৫ পয়সা মূল্য বাড়ানো হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর করা হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সুত্র জানায়, গত সপ্তাহের শেষে তারা এ প্রস্তাব কমিশনের কাছে জমা দেয়। যদি বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়, তাহলে তা আগামী জানুয়ারি থেকে কার্যকরেরও প্রস্তাব করেছে পিডিবি।

পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ বলেন, বিদ্যুতের মূল্য বাড়ানোর জন্য একটি প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে কোনো সংখ্যার কথা উল্লেখ করা হয়নি। শুধু লোকসানের একটা হিসাব দিয়েছি। গ্যাসের মূল্য বাড়ানোর ফলে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়ছে। ফলে, বিষয়টি বিবেচনা করা যেতে পারে।


-সিভয়েস/এসসি

 

 

 

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়