Cvoice24.com


শুল্ক ফাঁকি : বিএনপির যুগ্ম মহাসচিব হারুনের ৫ বছরের সাজা

প্রকাশিত: ১৩:৫১, ২১ অক্টোবর ২০১৯
শুল্ক ফাঁকি : বিএনপির যুগ্ম মহাসচিব হারুনের ৫ বছরের সাজা

সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব হারুনকে ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করেছে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। জরিমানার টাকা না দিলে তাকে আরও ৬ মাসের সাজা খাটতে হবে।

একই সাথে চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পীকে দুই বছর কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে তিন বছর কারাদণ্ড এবং ৪০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। বাপ্পী ও সাদেককে রায়ে পলাতক দেখানো হয়েছে।  

সোমবার (২১ অক্টোবর) দুদকের দায়ের করা এক যুগ আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দুদকের পক্ষে এ মামলা পরিচালনা করেন রুহুল আমিন। আর আসামিপক্ষে ছিলেন আমিনুল গণি টিটো।

বিগত চার দলীয় জোট সরকারের সময় সংসদ সদস্য থাকা অবস্থায় শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করে তা বিক্রির অভিযোগে হারুনসহ ওই তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৭ মার্চ এই মামলা করা হয় ঢাকার তেজগাঁও থানায়।

-সিভয়েস/এসসি

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়