Cvoice24.com


শপথ নিলেন অতিরিক্ত নয় বিচারপতি

প্রকাশিত: ০৫:৫৯, ২১ অক্টোবর ২০১৯
শপথ নিলেন অতিরিক্ত নয় বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত অতিরিক্ত নয় বিচারপতি শপথ নিয়েছেন। সোমবার সকালে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ পড়ান।

শপথ গ্রহণের পর তাদের নিয়োগ কার্যকর হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

রাষ্ট্রপতি তাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত দেয়ার পর রোববার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি দুই বছরের জন্য তাদের নিয়োগ দিয়েছেন।

নবনিযুক্ত নয় অতিরিক্ত বিচারপতি হলেন- মুহম্মদ মাহবুব-উল-ইসলাম, শাহেদ নূরউদ্দিন, ড. মো. জাকির হোসেন, ড. মো. আখতারুজ্জামান, মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার, এ কে এম জহিরুল হক ও কাজী জিনাত হক। নতুন নয়জনকে নিয়ে হাইকোর্টে বিচারকের সংখ্যা দাঁড়াল ১০০ জনে।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়