Cvoice24.com


নগর পরিচ্ছন্নতায় জেসিআই ও বিডিক্লিনের ‘ক্লিন চট্টগ্রাম, হিল বাংলাদেশ’ প্রকল্প

প্রকাশিত: ০৭:২৬, ১৮ অক্টোবর ২০১৯
নগর পরিচ্ছন্নতায় জেসিআই ও বিডিক্লিনের ‘ক্লিন চট্টগ্রাম, হিল বাংলাদেশ’ প্রকল্প

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটন ও বিডি ক্লিন চট্টগ্রামে যৌথ উদ্যোগে ‘ক্লিন চট্টগ্রাম, হিল বাংলাদেশ’ শীর্ষক পরিবেশ পরিচ্ছন্নতা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত ১৭ অক্টোবর নগরের সিআরবি শিরীষ তলা মাঠে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

জেসিআই চট্টগ্রাম সভাপতি এবং প্রকল্পের জেসিআই অংশের সমন্বয়ক অসীম কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের সাধারণ সম্পাদক ও সহ-প্রকল্প সমন্বয়ক প্রকৌশলী এস.এম. ইশতিয়াক উর রহমান, সহ-সমন্বয়ক এবং জেসিআই চট্টগ্রাম ভাইস প্রেসিডেন্ট আবু বকর শাহেদ শান, ট্রেজারার রাজু আহমেদ, সদস্য জারগাম মেহেদি আসিফ, ওমর হাসান, বিডি ক্লিন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এবং প্রকল্পের বিডি ক্লিন অংশের সমন্বয়ক আদিল আহমেদ কবির, জেলা সমন্বয়ক ফরহাদ জহির, আজিজ আরেফিন, সায়েমুর রহমান, ইমাম মুহিব, আশেক মির্জা, ওসমান গনি, জাহিদ শাকিল, রাকিব হোসেন,ওয়ালিদুর রহমান, শহীদুল নেওয়াজ, আরিফুল ইসলাম, ইমরান খান, নুর নবী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেসিআই চট্টগ্রাম কসমোপলিটন নেতৃবৃন্দ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সরঞ্জামাদি বিডি ক্লিন চট্টগ্রাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।                                       

উল্লেখ্য, চট্টগ্রামের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় ও চট্টগ্রাম কে ক্লিন সিটিতে রূপান্তরের লক্ষ্যে গত ১৪ই অক্টোবর জেসিআই চট্টগ্রাম এবং বিডিক্লিন চট্টগ্রামের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ প্রকল্পের আওতায় আগামী একবছর লজিস্টিকস পার্টনার হিসেবে জেসিআই চট্টগ্রাম কসমোপলিটান প্রকল্প কার্যক্রমের জন্যে প্রয়োজনীয় সরাঞ্জামাদি সরবরাহ করবেন এবং বিডি ক্লিন চট্টগ্রামের ক্লিন সিটি প্রকল্প বাস্তবায়নের জন্যে পর্যাপ্ত জনবলের ব্যবস্থা করবেন । এ প্রকল্পের আওতায় আগামী এক বছরের জন্যে চট্টগ্রামের বিভিন্ন থানার আওতাধীন এলাকাসমূহ এবং শহরের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানগুলোতে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম চালানো হবে। 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়