Cvoice24.com


আগ্রাবাদে কথিত বন্দুকযুদ্ধে সন্ত্রাসী খোরশেদ নিহত

প্রকাশিত: ১৭:১২, ১৩ অক্টোবর ২০১৯
আগ্রাবাদে কথিত বন্দুকযুদ্ধে সন্ত্রাসী খোরশেদ নিহত

ছবি : সিভয়েস

নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে পেশাদার সন্ত্রাসী খোরশেদ আলম নিহত হয়েছেন বলে জানায় র‌্যাব-৭ মিডিয়া উইং মাশকুর রহমান।
 

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে ।

জানা গেছে,গত ১৮ আগস্ট নগরের আগ্রাবাদের বিভিন্ন শিপিংহাউজ থেকে চাঁদা আদায়ের সময় পুলিশ তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালালে পুলিশের উপর উল্টো হামলা চালিয়ে পালিয়ে যায় খোরশেদ।  এলাকাবাসীর অভিযোগ নগর যুবলীগের প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় খোরশেদ ইচ্ছেমতো যা খুশি তাই করছেন। তবে তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে সাহস করত না।

র‌্যাব-৭ মিডিয়া উইং মাশকুর রহমান বলেন, খোরশেদ আগ্রাবাদ এলাকায় যুবলীগ পরিচয়ে চাঁদাবাজি করতো। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা থাকলেও বারবার পুলিশের হাত থেকে পালিয়েছে সে।  আমরা তাকে গ্রেপ্তারের জন্য গেলে আমাদের সাথে গুলি বিনিময় করলে খুরশেদ গুলিবিদ্ধ হয়।

সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী জানান, খোরশেদ পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে এলাকার লোকজনের অভিযোগ রয়েছে। খোরশেদ প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও এলাকার লোকজন তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি।

-সিভয়েস/এসসি

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়