Cvoice24.com

সাতকানিয়া উপজেলা নির্বাচন ২০১৯
কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী

প্রকাশিত: ১১:৫৮, ১৩ অক্টোবর ২০১৯
কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী

রাত পোহালেই আগামীকাল সোমবার সাতকানিয়া উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরইমধ্যে ভোটগ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। নির্বাচন সুষ্ঠু করতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৭ জুন) সকাল থেকে উপজেলা ১২৫টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী তুলে দেয়া হয়। কড়া নিরাপত্তায় তা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। এ উপজেলা ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৮৩ হাজার ৩৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৬ জন ও ১ লাখ ৩৩ হাজার ৯৪ জন নারী ভোটার। 

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শেখ ফরিদ বলেন, ভোটগ্রহণের জন্য ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী সকাল থেকে প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় সবকটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। 

সিভয়েস/এএস


 

সাতকানিয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়