Cvoice24.com


খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব 'প্রবারণা পূর্ণিমা'

প্রকাশিত: ০৯:১৬, ১৩ অক্টোবর ২০১৯
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব 'প্রবারণা পূর্ণিমা'

খাগড়াছড়িতে নানা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমা পালন করছে। রোববার ভোর থেকে বিহার গুলোতে শুরু হয় প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা। বুদ্ধ পূজা, সংঘ দান, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিস্কার দানসহ নানা ধর্মীয় রীতি পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

তিন মাসের বর্ষাব্রত শেষে প্রবারণা তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা বিহার থেকে বের হন। আগামীকাল থেকে বিহারে বিহারে চলবে মাসব্যাপী কঠিন চীবরদানোৎসব।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্জলনের পাশাপাশি মারমা জনগোষ্ঠীরা চেঙ্গী নদীতে ওয়াগ্যো প্যোয় উৎসব পালন করবে। নদীতে রিছি্মি পোয়ে বা মাঙ্গলিক নৌকা ভাসানো হবে।

সিভয়েস/এএইচ

খাগড়াছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়