Cvoice24.com


হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ০৯:১২, ১৩ অক্টোবর ২০১৯
হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছবি: সিভয়েস

'নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক  দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে রোববার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিভিল ডেফেন্সের সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আফরিন মুক্তা। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মো. জাকের হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে দিবস উপলক্ষে র‍্যালি, হাটহাজারী ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহণ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

সিভয়েস/আই
 

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়