Cvoice24.com


ফুটপাত থাকলে ডায়াবেটিস কম হতো : এমপি বাদল

প্রকাশিত: ০৬:৪৫, ৮ অক্টোবর ২০১৯
ফুটপাত থাকলে ডায়াবেটিস কম হতো : এমপি বাদল

ছবি: সিভয়েস

সাংসদ মইন উদ্দিন খান বাদল বলেছেন, নগরীতে ফুটপাত থাকলে অন্তত নগরীর মানুষের ডায়াবেটিস কম হতো। নগরীর মানুষ ফুটপাত না থাকার কারণে হাঁটতে পারে না। তাই বাধ্য হয়ে নিজস্ব গাড়ি বা বাস করে চলাফেরা করতে হয়। যেখানে প্রয়োজন নেই কোনো গাড়ির। ফুটপাতে হাঁটতে না পেরে মানুষ ডায়াবেটিস রোগেও আক্রান্ত হচ্ছে।   

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে নগরীর বায়োজিদ সবুজ উদ্যান’র উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুন্দর ফুটপাত করেন, ভালো ফুটপাত করেন এ কথা উল্লেখ করে তিনি বলেন, যে জাতি ফুটপাত করতে পারে না সে জাতি বড় বড় পরিকল্পনার কথা বলতে পারে না। পরিকল্পনার আগে তা বাস্তবায়ন করার প্রবণতা থাকতে হবে। তাই ফুটপাত করেন ভালো ফুটপাত করেন।

ফ্লাইওভারের কথা উল্লেখ করে বাদল বলেন, ফ্লাইওভার বাড়িয়ে কি হবে? বৃষ্টি হলেই তো ফ্লাইওভারের নিচেও পানি থাকে উপরেও পানি থাকে। 

গণপূর্ত অধিদপ্তর প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বিশেষ অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

-সিভয়েস/এমএম/আই
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়