Cvoice24.com


নোবেল বিজয়ী ৩ চিকিৎসা বিজ্ঞানীর নাম ঘোষণা

প্রকাশিত: ১১:৩৭, ৭ অক্টোবর ২০১৯
নোবেল বিজয়ী ৩ চিকিৎসা বিজ্ঞানীর নাম ঘোষণা

ফাইল ছবি।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী ৩ জনের নাম ঘোষণা করেছে নোবেল কমিটি ২০১৯। সোমবার (৭ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়।

নোবেল বিজয়ী বিজ্ঞানীরা হলেন উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।

চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর এ তিনজন নোবেল পুরস্কার পেলেন ।

কীভাবে প্রাণিকোষ অক্সিজেনের পর্যাপ্তি বোঝে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়, এই বিজ্ঞানীরা তা আবিষ্কার করেন।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সিভয়েস/এসসি

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়