Cvoice24.com


চকরিয়ায় জমি বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১২:৫০, ৫ অক্টোবর ২০১৯
চকরিয়ায় জমি বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় জমি বিরোধের জেরে হাফেজ মৌলানা রুহুল আমিন নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (৫ অক্টোবর ) সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মধ্যম কৈয়ারবিল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রুহুল আমিন ওই এলাকার মৃত আমিন উল্লাহ’র ছেলে এবং কৈয়ারবিল মখজনুল উলুম মাদারাসার প্রতিষ্ঠাতা পরিচালক।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ রুহুল আমিনকে বাঁচাতে গেলে তার বড় ভাই আমিনুর রশিদকেও কুপিয়ে জখম করা হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ বেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, কৈয়ারবিল এলাকায় জমির বিরোধের জের ধরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে অপর জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিভয়েস/এএস

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়